লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করছে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রি কানতিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৪টায়। সর্বশেষ গত ১৫ জুন কম্বোডিয়া ম্যাচ থেকে একাদশে পরিবর্তন এসেছে দুইটি।
এই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে লেফট ব্যাক ইসা ফয়সালের।
ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। কম্বোডিয়া ম্যাচের সেরা একাদশ থেকে জায়গা হারিয়েছেন সেন্টার ব্যাক মেহেদি হাসান ও লেফট ব্যাক আলমগির মোল্লা। র্যাংকিংয়ে ঢের এগিয়ে থাকা দলটির বিপক্ষে প্রতি আক্রম নির্ভর ৪-২-৩-১ ফরমেশনে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
গোলরক্ষক : আনিসুর রহমান।
রক্ষণভাগ : তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল।
মধ্যমাঠ : সোহেল রানা, মো: সোহেল রানা ও জামাল ভুইয়া।
আক্রমণভাগ : ফয়সাল আহমেদ ফাহিম, মজিবুর রহমান জনি ও সুমন রেজা।