ফটিকছড়ি বন্যায় বিপর্যস্ত: হাজার হাজার মানুষের দুর্ভোগ

প্রকাশকালঃ ২১ আগu ২০২৪ ০৫:৫২ অপরাহ্ণ ৫৩৪ বার পঠিত
ফটিকছড়ি বন্যায় বিপর্যস্ত: হাজার হাজার মানুষের দুর্ভোগ

ঢাকা প্রেস
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:-


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উপজেলার নিম্নাঞ্চলের বেশিরভাগ এলাকা পানির নিচে চলে গেছে। হালদা ও ফেনী নদীর পাশাপাশি ধুরুং, লেলাং ও সর্তা খালের পানি বিপৎসীমার অনেক উপরে উঠে গেছে।

 


এই বন্যায় হাজার হাজার মানুষের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কৃষি জমি ও মাছের ঘেরগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। দাঁতমারা, নারায়ণহাট, ভুজপুর, পাইন্দং, হারুয়ালছড়ি, সুয়াবিল, লেলাং, সুন্দরপুর, বক্তপুর, ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, রোসাংগিরি, ও সমিতিরহাট ইউনিয়নসহ একাধিক এলাকা বন্যার কবলে পড়েছে।
 


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বন্যার পানি এতো উঁচুতে উঠে গেছে যে, তারা নিজেদের জীবন বাঁচাতে ছাদে উঠে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অনেকেই খাবারের অভাবে দুর্ভোগ ভোগ করছেন।
 


উপজেলা প্রশাসন জানিয়েছে, তারা বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করছে এবং উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে, বন্যার তীব্রতা এতো বেশি যে, ত্রাণ কাজে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
 

এই সংকটকালীন সময়ে, ফটিকছড়ির বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানা হচ্ছে।