সিংড়ায় সরকারি গাছ কেটে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ মে ২০২৫ ০৫:০১ অপরাহ্ণ   |   ১১৩ বার পঠিত
সিংড়ায় সরকারি গাছ কেটে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের সিংড়া উপজেলায় সরকারি রাস্তার ধারের গাছ কেটে বিক্রি করায় মোঃ জামাল উদ্দিন (৩২) নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 

রবিবার (১১ মে) রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল মৌগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামাল উদ্দিন ওই গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
 

জানা গেছে, জামতলী-বামিহাল পাকা সড়কের পাশ দিয়ে খাল খননের পাশাপাশি সরকারি গাছ অনুমোদন ছাড়া কেটে বিক্রি করা হয়। গাছ কাটার পর সেগুলোর গোড়া মাটি ও আবর্জনা দিয়ে ঢেকে রাখারও অভিযোগ পাওয়া গেছে।
 

রবিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে জামাল উদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
 

জনসচেতনতামূলক বার্তায় বলা হয়েছে, “বাংলাদেশ সেনাবাহিনীকে তথ্য দিন—মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।”