ঢাকা প্রেস নিউজ
মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি:
বিকেল ৩টা: ছাত্রলীগের অবস্থান কর্মসূচি: মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে।
দুপুর ১২টা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি: কোটা সংস্কারের এক দফা দাবি ও প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে।
গতকালের ঘটনা: রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ শুরু হয়। মধ্যরাতে বিক্ষোভকারীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়।
ছাত্রলীগের একটি অংশ মধুর ক্যান্টিনে অবস্থান নেয় এবং মোটরসাইকেলে করে শাহবাগ এলাকায় জড়ো হয়। রাত তিনটার পর রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ সমাবেশ করে।
প্রধানমন্ত্রীর বক্তব্য: সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেছিলেন, "মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা পাবে না? তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে?"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি: প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য আজ দুপুর ১২টার মধ্যে প্রত্যাহার।কোটাব্যবস্থা সংস্কার।
উভয় পক্ষের পরবর্তী কর্মসূচি: ছাত্রলীগ: আজ বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: দাবি পূরণ না হলে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি।