দীর্ঘদিন পর একসাথে দেখা যাবে ফারুকী-চঞ্চল জুটি

প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ ২০৪ বার পঠিত
দীর্ঘদিন পর একসাথে দেখা যাবে ফারুকী-চঞ্চল জুটি

গত বছরের আগস্টে চরকি প্ল্যাটফর্মে "মিনিস্ট্রি অব লাভ" নামক একটি প্রজেক্টের ঘোষণা দেওয়া হয়েছিল। এই প্রজেক্টে ১২ জন মেধাবী নির্মাতা ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানান। এই পুরো প্রজেক্টের তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

 

এই প্রজেক্টে ফারুকী দুটি সিনেমা নির্মাণ করছেন। এর মধ্যে প্রথমটি "অটোবায়োগ্রাফি" ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং সব শ্রেণির মানুষের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। ফারুকীর দ্বিতীয় সিনেমাটির নাম "মনোগামী", ডাকনাম "লাস্ট ডিফেন্ডার অব মনোগামী"। এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জেফার, সামিনা হোসেন প্রেমাসহ অনেকে।


ফারুকী বলেন, "ব্যাচেলর ছবিতে ব্যাচেলর জীবনের কিছু দিক কোনোরকম রাখঢাক ছাড়া দেখাতে পেরেছিলাম। এখানে বিবাহিত এবং প্রবাহিত জীবনের কিছু দিক কোনো সুইট কোটিং ছাড়া দেখানোর সুযোগ পেয়েছি।" চঞ্চল চৌধুরীর অভিনয় সম্পর্কে ফারুকী বলেন, "চঞ্চল চৌধুরীর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা তো বহু পুরোনো। সবসময়ের মতো এ ছবিতেও অপ্রতিরোধ্য তিনি।

 

চরকিতে চঞ্চল চৌধুরীকে দর্শক নানা চরিত্রে নানান লুকে দেখেছেন। তবে মনোগামীতে দেখা মিলবে অন্য এক চঞ্চল চৌধুরীর। এই ধরনের চরিত্র কম করার ফলে একটা দারুণ ফ্রেশনেস উনি নিয়ে এসেছেন তার অভিনয়ে।" জেফার রহমানকে নিয়ে ফারুকী বলেন, "জেফার রহমানকে আমরা গায়ক হিসাবে চিনি। এখানে তাকে অচেনাই লাগবে। কিন্তু এই চরিত্রে তাকে পাওয়ার ফলে আমার গল্পটা প্রাণবন্ত হয়েছে। প্রেমা নৃত্যশিল্পী, তার অভিনয় করাটাও নতুন বিষয় সবার কাছে।"