মতিঝিল থানায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৩ জন কারাগারে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ জুলাই ২০২৫ ০৬:৫১ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
মতিঝিল থানায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৩ জন কারাগারে

রাজধানীর মতিঝিল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন। গ্রেপ্তার তিনজন হলেন—মহসীন রেজা (৪৫), রিমন খান (২১) ও রায়হান খান (২২)। পুলিশের পক্ষ থেকে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন উপ-পরিদর্শক আবু সালেহ শাহীন।
 

মামলার নথি অনুযায়ী, গত ৩০ জুলাই রাতে আসামিরা বেআইনিভাবে একত্রিত হয়ে থানায় প্রবেশের চেষ্টা করে। ডিউটিরত পুলিশ সদস্য বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে তারা থানার ভেতরে ঢুকে পড়ে। পরে তারা ওসি তদন্তের কক্ষে প্রবেশ করে উচ্চস্বরে চিৎকার করতে থাকে এবং বলেন, “আপনি কোন সাহসে বাংলার বানী অফিসে পুলিশ পাঠালেন?” এ সময় তারা টেবিল চাপড়ে কৈফিয়ত দাবি করে। তাদের আচরণে থানায় উপস্থিত সেবা প্রত্যাশী সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনজনকে আটক করে, তবে বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় আটক তিনজনসহ ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং পরে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
 

পুলিশের অভিযোগে আরও বলা হয়, আসামিরা পূর্বেও গুলশানে একটি বাড়ি দখলের চেষ্টা চালিয়েছিল, যা গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই ঘটনার জের ধরেই তারা থানায় এসে হামলা চালিয়েছে বলে পুলিশের ধারণা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও সহযোগীদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানায়। পুলিশ আশঙ্কা করছে, জামিনে মুক্তি পেলে তারা পলাতক হতে পারে এবং তদন্তে বাধা সৃষ্টি করতে পারে।