ভোট যত ঘনিয়ে আসছে, সংঘাত তত বাড়ছে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৫ ০৬:২৩ অপরাহ্ণ   |   ৫৪ বার পঠিত
ভোট যত ঘনিয়ে আসছে, সংঘাত তত বাড়ছে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:


 

আসন্ন নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ততটাই তীব্র আকার ধারণ করছে। দলের মধ্যে এখনো প্রার্থী নিয়ে তৈরি হয়েছে দ্বিধাবিভক্ত পরিস্থিতি।

 


 

ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী সালাউদ্দিন ও মনোনয়ন প্রত্যাশী লায়ন আসলাম চৌধুরীর সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে প্রতিদিন কর্মসূচি পালন করছেন, যা ক্রমেই সংঘাতে রূপ নিচ্ছে। এতে যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
 

কাজী সালাউদ্দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর গণসংযোগ, মিছিল ও সভা-সমাবেশ করে আসছেন। অন্যদিকে, লায়ন আসলাম চৌধুরী এফসিএ–এর সমর্থকরা কাজী সালাউদ্দিনের মনোনয়ন বাতিল করে আসলাম চৌধুরীকে প্রার্থী ঘোষণার দাবিতে মিছিল, মানববন্ধন ও সভা করছে। আগামী শনিবার সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক মানববন্ধন আয়োজনের ঘোষণাও দেওয়া হয়েছে।
 

মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী সালাউদ্দিন গণসংযোগে হামলা ও বাধার আশঙ্কা প্রকাশ করেছেন। তার প্রেস সমন্বয়ক অ্যাডভোকেট সরওয়ার লাভলু জানিয়েছেন, কয়েকটি স্থানে হামলার প্রস্তুতি নেওয়া হলেও প্রতিপক্ষ সংখ্যা বেশি থাকায় তা বাস্তবায়িত হয়নি। তিনি আরও অভিযোগ করেন, দলের কিছু বিদ্রোহী নেতা-কর্মী হামলার পরিকল্পনা করছে, যা দলের ভোটের মাঠের জন্য ক্ষতিকর।
 

দলের বিরুদ্ধে কাজ করার অভিযোগে কেন্দ্রীয় বিএনপি ইতোমধ্যে আটজনকে অব্যাহতি দিয়েছে এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এরপরও উসকানিদাতার প্রভাবে কিছু নেতা-কর্মী দলের বিপক্ষে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।