ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জের রাজপথে কালাম-আশা, শাখাওয়াত -টিপু , বাবুল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জের রাজপথে কালাম-আশা, শাখাওয়াত -টিপু , বাবুল

জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

 


শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ঘিরে জেলায় যেকোনো নাশকতা প্রতিরোধে এবার একসঙ্গে রাজপথে নেমেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিতরা।
 

সোমবার (১৭ নভেম্বর) মিশনপাড়ায় হোসিয়ারি সমিতির সামনে তাঁরা জড়ো হন। পরে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে গণমিছিল বের হয়।
 

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউসার আশা প্রমুখ।
 

মিশনপাড়া এলাকা থেকে তারা একটি বিশাল শোডাউন শুরু করেন। শোডাউনটি শহর প্রদক্ষিণ করে। পাশাপাশি শহরে যেকোনো নাশকতা এড়াতে তারা সতর্কতা অবস্থানে ছিলেন।