জনপ্রিয়তার এগিয়ে আছেন কমলা হ্যারিস, পেলেন বারাক ওবামারও সমর্থন

প্রকাশকালঃ ২৭ জুলাই ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ ৫২ বার পঠিত
জনপ্রিয়তার এগিয়ে আছেন কমলা হ্যারিস, পেলেন বারাক ওবামারও সমর্থন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন। 

শুক্রবার (২৬ জুলাই) বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা বিশ্বাস করেন, কমলা হ্যারিসের ‘নিজস্ব দর্শন, স্বকীয়তা এবং শক্তি’ রয়েছে যা সংকটময় মুহূর্তে একজন প্রেসিডেন্টের থাকাটা খুব জরুরি।

বিবৃতিতে তিনি বলেন, ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তি কমলা হ্যারিসই।

কমলাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বারাক ওবামার সমর্থন দেওয়ার বিষয়ে কয়েক দিন ধরে নানা জল্পনা–কল্পনা চলছিল।

প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিস শতাধিক ডেমোক্র্যাট নেতার সঙ্গে কথা বলেছেন, যাদের মধ্যে বারাক ওবামাও রয়েছেন। ২০ বছর ধরে ওবামা ও কমলা একে অপরকে চেনেন।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট ডেলিগেটের (প্রতিনিধি) সমর্থন পেয়েছেন। আগামী আগস্টে দলীয় সম্মেলনে তাঁকে আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন দেওয়া হবে।

বিবৃতিতে বারাক ওবামা জানান, কমলা হ্যারিসকে সমর্থন জানানোর বিষয় নিয়ে তারা আর দেরি করতে চান না। তারা কমলাকে জয়ী করতে ‘সম্ভাব্য সবকিছু’ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

বারাক ওবামার সমর্থন পাওয়ার পর বিভিন্ন জরিপে জনপ্রিয়তায় আরও এগিয়ে গেছেন কমলা হ্যারিস এখন পর্যন্ত দলটির শতাধিক নেতা সমর্থন দিয়েছেন কমলাকে। এর পরপরই বিভিন্ন জরিপে কয়েক ধাপ এগিয়ে যান তিনি।

এরইমধ্যে রয়টার্সের জরিপে ৪৪ শতাংশ সমর্থন পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন এই সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের জরিপে ট্রাম্পের চেয়েও ৬ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে আছেন কমলা হ্যারিস।