নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে চাঁদপুরে মাসব্যাপী তাঁত, বস্ত্র, চারু ও কারু শিল্প এবং পাটজাত পণ্যের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) রাতে চাঁদপুর আউটার স্টেডিয়ামে ফুলেল ফিতা কেটে, শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন:
মেলার পরিচালনার দায়িত্বে থাকা এফবিসিসিআই এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. সালাহউদ্দিন জানান, মাসব্যাপী এই মেলায় শতাধিক বাণিজ্যিক স্টল রয়েছে। মেলাকে আকর্ষণীয় করতে দৃষ্টি নন্দন গেইট, লাইটিং টাওয়ার, ঝর্ণা এবং অফিস কক্ষ স্থাপন করা হয়েছে।
বিনোদনের জন্য রয়েছে:
মেলায় জামদানি শাড়ি, পাটজাত পণ্য, মুখরোচক খাবার, কসমেটিকস, গৃহসজ্জার পণ্য এবং বাচ্চাদের খেলনা সামগ্রীসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্যের স্টল রয়েছে।
নিরাপত্তার জন্য মেলা প্রাঙ্গণে ৪০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বেস্ট ফিডিং জোন, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, এবং আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য আলাদা কক্ষ রাখা হয়েছে। অগ্নি নির্বাপক ব্যবস্থাপনার পাশাপাশি দুই শিফটে ৪০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তারুণ্য উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, "এই উৎসব তরুণদের জন্য একটি দিক নির্দেশনা। তারা যেন পড়াশুনা, সমাজ সংস্কার এবং সমাজের বিভিন্ন ত্রুটি দূরীকরণে ভূমিকা রাখতে পারে। তরুণরা মাদকাসক্তিতে জড়াবে না, অন্যায়ের প্রতিবাদ করবে এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।"
উদ্বোধনের পর জেলা প্রশাসক এবং অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় মেলার নানা আয়োজন উপভোগ করেন দর্শনার্থীরা।
তারুণ্যের অঙ্গীকার ও নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই মেলা একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।