সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
"অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি"এই প্রতিপাদ্যে"সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। উদ্বোধনের পর র্যালী বের হয়ে উপজেলার চত্বরে প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয় ও উপজেলা চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরবর্তীতে উপজেলা হলরুমে সহকারী মৎস্য কর্মকর্তা মোবাশ্বের হোসেনের সঞ্চালনায় সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মুরাদ হোসেন প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সজিব আল মারুফ, দুদকের বড়াইগ্রাম প্রতিনিধি প্রভাষক আবুল খায়ের। উপজেলা পাট কর্মকর্তা মো: মমিনুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, সাংবাদিক সাইফুর রহমান।এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎসজীবি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।