জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সারাদেশে চলচ্চিত্র প্রদর্শনী ও বিশেষ আয়োজন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জুলাই ২০২৫ ০৫:০২ অপরাহ্ণ   |   ২৬ বার পঠিত
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সারাদেশে চলচ্চিত্র প্রদর্শনী ও বিশেষ আয়োজন

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আগামী রোববার, ২০ জুলাই, রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘People Who Fought for Us’ এবং ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট: স্টোরি অব মুসতাক আহমদ’
 

শনিবার (১৯ জুলাই) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০ জুলাই ‘গণহত্যা ও ছাত্রজনতার প্রতিরোধ দিবস’ স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে একটি বিশেষ মিউজিক ভিডিও, যার থিম সং থাকবে ‘দেশটা তোমার বাপের নাকি’।
 

এদিন প্রচারিত হবে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ শিরোনামের ডকুমেন্টারির ষষ্ঠ পর্ব এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণমূলক ভিডিও। এসব কনটেন্ট সব মন্ত্রণালয় ও বিভাগীয় ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রচার করা হবে।
 

এছাড়া সব মোবাইল ব্যবহারকারীর কাছে ভিডিও লিংক (URL) পাঠানো হবে এসএমএস-এর মাধ্যমে।
 

বিশেষ আয়োজনে, ২০ জুলাই মোহাম্মদপুরে উর্দুভাষী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি কাওয়ালি সন্ধ্যা।