তাপমাত্রা বাড়তে পারে, ঝরতে পারে বৃষ্টি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৪:০৩ অপরাহ্ণ   |   ৯৩ বার পঠিত
তাপমাত্রা বাড়তে পারে, ঝরতে পারে বৃষ্টি

ঢাকা প্রেস নিউজ

 

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
 

শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দিন আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকারও সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
 

রোববার (২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।