সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারও হস্তক্ষেপ কাম্য নয়।
সোমবার (২৪ মার্চ) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, "আমরা বিশ্বাস করি, সেনাবাহিনী দেশের প্রতি তাদের দায়িত্ব ও দায়বদ্ধতা যথাযথভাবে পালন করবে। অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের কোনো ভূমিকা থাকা উচিত নয়।"
তিনি আরও বলেন, "সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে আমাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। তবে রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প যেন সেনাবাহিনীসহ কেউ প্রচার না করে, সেটাই আমাদের প্রত্যাশা।"
এ সময় তিনি গুজবকে একটি সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে সরকারকে গুজববিরোধী সেল গঠনের আহ্বান জানান। একই সঙ্গে জনগণকে গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।
উল্লেখ্য, দুপুর ও বিকেলে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সারজিস আলমের।