জুলাই জাতীয় সনদের পঞ্চম দফায় গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে জাতীয় ঐকমত্য কমিশন। শুক্রবার (১৭ অক্টোবর) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের ঘোষণা দেওয়া হয়।
সংশোধিত দফায় বলা হয়েছে, গণঅভ্যুত্থানের পূর্বে ১৬ বছরের দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। একইসঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সংঘটিত সকল হত্যাকাণ্ডেরও বিচার হবে।
এছাড়া শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পাশাপাশি তাদের পরিবারকে উপযুক্ত সম্মান ও সহায়তা দেওয়া হবে। আহত বীর যোদ্ধাদের রাষ্ট্রীয় বীর হিসেবে স্বীকৃতি, মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ও আইনি সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হবে। শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের মৌলিক অধিকার, দায়মুক্তি ও নিরাপত্তাও রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত থাকবে বলে উল্লেখ করা হয়।
এর আগে সকালে রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। তাদের দাবির প্রেক্ষিতে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ মঞ্চে এসে তাৎক্ষণিকভাবে পঞ্চম দফায় সংশোধনী আনার ঘোষণা দেন।