চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় আনন্দে এলাকাবাসী

প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৪ ০৮:১৪ অপরাহ্ণ ০ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় আনন্দে এলাকাবাসী

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

গতকাল মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ দুজন কমিশনারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দুই কমিশনারের একজন হলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এদিকে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় এলাকাবাসী আনন্দে ভাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

নব-নিযুক্ত দুদক কমিশনার ‘মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী’ একজন স্বনামধন্য অবসরপ্রাপ্ত জেলা জজ ও লেখক। তিনি কৃতী পরিবারের সন্তান। তাঁর পিতা চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় নিবাসী ‘আলহাজ্ব শাহজাহান আলী মিঞা ওরফে পচু হাজী’ হলেন হযরত শাহনেয়ামতুল্লাহ (রাঃ) এর নবম অধনস্তন পুরুষ (বংশধর), একজন সমাজসেবী ব্যক্তিত্ব। তাঁর এক বোন ‘জাহ্ণবী জাইমা’ খ্যাতিমান কবি ও লেখক।

উল্লেখ্য, গতকাল দুদকের চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন এবং নতুন দুই কমিশনার হিসেবে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ-কে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।