মুরাদনগরের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি যুব মৈত্রীর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ জুন ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ   |   ১০৮ বার পঠিত
মুরাদনগরের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি যুব মৈত্রীর

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এক নারীকে ধর্ষণ ও তার বিবস্ত্র ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী।
 

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহাবুদ রানা তরুন বলেন, “মুরাদনগরে যা ঘটেছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি। একজন সংখ্যালঘু নারীকে নির্মমভাবে ধর্ষণের পর তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনা আমাদের বিবেককে হতবাক করেছে।”
 

বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটি এ বর্বর ঘটনার তীব্র নিন্দা জানায় এবং অভিযুক্ত ধর্ষক ফজর আলী ও তার সহযোগীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায়।”
 

সংগঠনটি মনে করে, ধর্ম, বর্ণ, জাত, পেশা নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশের জন্ম, আজ তা বারবার ধর্ষিত হচ্ছে। বিবৃতিতে বলা হয়, “নারী নিপীড়নের ঘটনা পাহাড়, সমতল, শহর কিংবা গ্রাম—কোথাও কমছে না। নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই, প্রতিবাদে নেই আশ্বাস—ফলে প্রতিনিয়ত নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন।”