পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৫ ০১:২৪ অপরাহ্ণ   |   ১১৪ বার পঠিত
পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:-


 

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন মানিক মিয়া (৩২) নামে এক যুবক। সোমবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
 

নিহত মানিক মিয়া পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের আবু ছৈয়দের ছেলে। তিনি এক কন্যা সন্তানের পিতা।
 

নিহতের ভাই মোহাম্মদ মারুফ জানান, মানিক তার বন্ধু মিন্টুর বড় ভাই রাসেলকে এক লাখ টাকা ধার দিয়েছিলেন। হঠাৎ টাকার প্রয়োজন হওয়ায় সোমবার রাতে তিনি রাসেলের কাছে টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল ছুরি দিয়ে মানিককে আঘাত করেন।
 

গুরুতর আহত মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।
 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।