ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক
ইয়েমেনের আবিয়ান প্রদেশে সংঘটিত আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড এবং সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব জানিয়েছেন, মুদিয়াহ জেলার একটি চেকপোস্টে এই হামলাটি ঘটে। একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি গাড়ি নিয়ে চেকপোস্টের কাছে এসে গাড়িটি বিস্ফোরিত করে।
আল কায়দা ইন আরবিয়ান পেনিনসুলা (একিউএপি) এই হামলার দায় স্বীকার করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত গাড়িতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল।
২০০৯ সালে গঠিত একিউএপি ইয়েমেনের গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির দক্ষিণাঞ্চলে তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে।
এই হামলাটি ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাতের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।