প্রায় ৭৬ হাজার মানুষ লেবাননে চলমান সংঘাতে বাস্তুচ্যুত হয়েছে ;জাতিসংঘ

প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ ১৬৬ বার পঠিত
প্রায় ৭৬ হাজার মানুষ লেবাননে চলমান সংঘাতে বাস্তুচ্যুত হয়েছে ;জাতিসংঘ

লেবাননে চলমান সংঘাতে প্রায় ৭৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। এর মধ্যে প্রায় ৫০ হাজার মানুষ লেবাননের উত্তর-পূর্বাঞ্চলে বসবাস করছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি গতকাল (৯ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, "লেবাননে চলমান সংঘাতের কারণে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে।"

তিনি বলেন, "এই বাস্তুচ্যুত মানুষদের জন্য মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। জাতিসংঘ তাদের সহায়তায় কাজ করছে।"

লেবাননে চলমান সংঘাত ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের একটি অংশ। ইসরায়েল গত আগস্ট মাসে গাজায় হামলা চালালে হামাস পাল্টা হামলা চালায়। এই হামলার জেরে দু'পক্ষের মধ্যে সংঘাত চলছে।

লেবাননে চলমান সংঘাতের ফলে দেশটিতে অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।