সীমান্তবর্তী মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানালেন নুর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০৬:৪৪ অপরাহ্ণ   |   ৪৭৮ বার পঠিত
সীমান্তবর্তী মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানালেন নুর

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের সীমান্তবর্তী জনগণকে প্রয়োজনে সামরিক প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি এ অনুরোধ জানান বর্তমান সরকারের প্রতি।
 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, "হাসিনা সরকার পতনের পর যে খেলা শুরু হয়েছে, তা বন্ধ করুন। অন্যথায় এটি আপনাদের জন্য শুভ হবে না। সীমান্তবর্তী মানুষদের সামরিক প্রশিক্ষণ দিন, যাতে তারা বিজিবির সঙ্গে মিলে কাজ করতে পারে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এখন অত্যন্ত জরুরি।"
 

নুর আরও উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিভিন্ন সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এবং আমাদের কিছু ভূমি দখলের চেষ্টা করছে। তিনি দাবি করেন, শেখ হাসিনা সরকার এ ধরনের কার্যকলাপের ক্ষেত্রে ভারতকে সুযোগ করে দিয়েছে।
 

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, "আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। তারা যদি আবার ফিরে আসে, তবে ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ঘটে যাওয়া নারকীয় তাণ্ডব পুনরায় শুরু হবে। তখন ফের 'হাসিনাবাদ' কায়েম হবে।"
 

রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক হানিফ খান সজিবের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।