সীতাকুণ্ডে ইমারজেন্সি টিমের তত্ত্বাবধানে তৃতীয় বেওয়ারিশ দাফন সম্পন্ন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০৬:২৯ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
সীতাকুণ্ডে ইমারজেন্সি টিমের তত্ত্বাবধানে তৃতীয় বেওয়ারিশ দাফন সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড বাস স্টেশনে অজ্ঞাত এক নারীর মৃত্যুর ঘটনায় স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় বেওয়ারিশ দাফন সম্পন্ন করা হয়েছে। ইমারজেন্সি টিম সীতাকুণ্ডের সার্বিক তত্ত্বাবধানে এটি ছিল সংগঠনটির তৃতীয় বেওয়ারিশ দাফন কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা যায়, বাস স্টেশনে ওই অজ্ঞাত নারী অসুস্থ অবস্থায় মারা গেলে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানাকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে অসুস্থতা ও অতিমাত্রায় শীতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।

পরবর্তীতে পুলিশের সহায়তায় মরদেহটি স্বেচ্ছাসেবী সংগঠন ইমারজেন্সি টিম সীতাকুণ্ডের কাছে হস্তান্তর করা হয়। এরপর সংগঠনটির তত্ত্বাবধানে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহের দাফন সম্পন্ন করা হয়।

দাফন কার্যক্রমে উপস্থিত ছিলেন ইমারজেন্সি টিম সীতাকুণ্ডের স্বেচ্ছাসেবক আবু তাহের, নাছির উদ্দিন, নুর উদ্দিন, রাজু আহম্মেদ, লোকমান হোসেন, ওমর ফারুক, আনসার সরওয়ার আলম, শাকিল, ইফতেখার উদ্দীন, ফরহাদ হোসেন, রাকিব, নুরুল আজম, আক্তার হোসেন এলিট, আব্দুল হালিম, জহির উদ্দিন, মো. ইব্রাহিম, আব্দুল্লাহ ও তারেকসহ অনেকে।

উল্লেখ্য, ইমারজেন্সি টিম সীতাকুণ্ডের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে বেওয়ারিশ লাশ দাফন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ, রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা এবং অসহায় মেয়েদের বিয়ে সহায়তাসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।