বন্দরটিলায় ট্রাক সেলে ওএমএসের চাউল বিক্রয় কার্যক্রম‌ শুরু হয়েছে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৫ ০১:২১ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
বন্দরটিলায় ট্রাক সেলে ওএমএসের চাউল বিক্রয় কার্যক্রম‌ শুরু হয়েছে

ডেস্ক নিউজ:-


নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড বন্দরটিলায় ট্রাক সেলে ওএমএসের চাউল  ও আঁটা বিক্রয় কার্যক্রম‌ আজ ১৬ জুলাই , বুধবার সকালে থেকে শুরু হয়েছে।


 


 

ডিলার মেসার্স জানে আলম এন্টারপ্রাইজ এই কর্মসূচি বাস্তবায়নে সরকার ঘোষিত নির্ধারিত ন্যায্যমূল্য ওপেন মার্কেট সিস্টেম প্রদ্ধতিতে ৫কেজি চাউল,৪ কেজি আটা মাত্র ২৬০ টাকা দিয়ে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হবে জনসাধারণ কে।


এই কার্যক্রমে মেসার্স জানে আলম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ রায়হান সাদ্দাম রানা বলেন, সরকার ঘোষিত নির্ধারিত ন্যায্যমূল্য নিশ্চিত করতে ওএমএস চালু করা হয়। 
আমরা সততার সহিত এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।