সাবেক বিচারপতি মানিককে কারাগারে প্রেরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ আগu ২০২৪ ০৫:৩৬ অপরাহ্ণ   |   ৪১৯ বার পঠিত
সাবেক বিচারপতি মানিককে কারাগারে প্রেরণ

ঢাকা প্রেস নিউজ


সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট), সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

 

আদালতে হাজির করার সময় বিচারপতি মানিকের বিরুদ্ধে জনতার ক্ষোভ প্রকাশ পায়। অনেকেই তাকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়।
 

উল্লেখ্য, শুক্রবার রাতে সাবেক বিচারপতি মানিক অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করে।