দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাড়বে বিদেশি বিনিয়োগ: সারাহ কুক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ আগu ২০২৪ ০১:৫৪ অপরাহ্ণ   |   ৭৯৫ বার পঠিত
দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাড়বে বিদেশি বিনিয়োগ: সারাহ কুক

দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাড়বে বিদেশি বিনিয়োগ বলে মনে করেন বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক। তিনি বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য পরিবেশ উন্নত করতে সংস্কার প্রয়োজন কিছু ক্ষেত্রে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) নিজ দপ্তরে ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

 

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারাহ কুক বলেন, দেশে ব্যবসার পরিবেশের উন্নতি হলে বাড়বে বিদেশি বিনিয়োগ। ব্যবসার পরিবেশ উন্নতি করতে বাংলাদেশের পাশে থাকবে ব্রিটিশ সরকার। অর্থ উপদেষ্টা জানান, ব্যবসার পরিবেশ সহজ করা সরকারের লক্ষ্য। ইতোমধ্যে ব্যবসার পরিবেশ সংস্কারে সরকার কাজ করছে। এ খাতের সংস্কার করতে আগে পুঁজিবাজার, ব্যাংকিংসহ আর্থিক খাত সংস্কার করা হবে।