গরমে নিমন্ত্রণ রক্ষায় আরামদায়ক ফ্যাশন

প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৩ ০২:৩০ অপরাহ্ণ ১১৩৫১ বার পঠিত
গরমে নিমন্ত্রণ রক্ষায় আরামদায়ক ফ্যাশন

দের ছুটিতে শুরু হয়েছে বিয়ের মরশুম। প্রচণ্ড গরমেও রক্ষা করতে হয় বিয়ের নিমন্ত্রণ। নিকট আত্মীয় বা কাছের বন্ধুর বিয়ে থাকলে এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। বিয়েবাড়িতে যেতেই হয়। কিন্তু এই গরমে কী ধরনের পোশাক পরলে দেখতেও ভালো লাগবে, আবার গরমও কম লাগবে সেই প্ল্যানিং চলতে থাকে। চলুন জেনে নেই সে সম্পর্কে কিছু সাধারণ টিপস।

হালকা সিল্কের শাড়ি বিয়েবাড়ির জন্যে বেছে নিতে পারেন। সিল্কের কো-অর্ড সেট কিংবা কুর্তা-সালোয়ারও পরতে পারেন। সিল্ক পরতে একান্তই পছন্দ না করলে সুতির পোশাক বেছে নিতে পারেন। সুতির শাড়ি বা সালোয়ার-কামিজ পরতে পারেন। তবে এই শাড়ি বা কামিজের উপর যদি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকে, তা দেখতে আরও বেশি ভালো লাগবে।

বিয়ের অনুষ্ঠানে পরার জন্যে মিরর ওয়ার্ক করা পোশাক খুবই উপযোগী। সিল্ক বা সুতির উপরে এই ধরনের মিরর ওয়ার্ক করা থাকে। দেখতে বেশ ভালো লাগে। শাড়ির পরিবর্তে ড্রেসও বেছে নিতে পারেন। ড্রেসেও যদি মিরর এমবেলিশমেন্ট থাকে, তবে তার সৌন্দর্য দেখে সবার তাক লেগে যাবে। প্রশংসায় ভরিয়ে দেবেন আপনাকে।


ট্র্যাডিশনাল আউটফিটের বদলে আপনি বেছে নিতে পারেন পশ্চিমি পোশাকও। একটু অন্যরকম হবে আপনার সাজ। গাউন পরতে পারেন। কো-অর্ড সেট বেছে নিতে পারেন।

ইন্দো-ওয়েস্টার্ন কো-অর্ড সেটেও তাক লাগাতে পারেন আপনি। এর সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ পরুন। জুতো এবং ব্যাগের দিকেও নজর দিন। সব লাইমলাইট থাকবে আপনার দিকেই।

জামদানি শাড়ি সত্যিই সবার খুব প্রিয়। তবে, ট্র্যাডিশনালেও যদি আপনি আধুনিক ছোঁয়া রাখতে চান, বেছে নিতে পারেন লিনেন জামদানি। লিনেন শাড়ির উপর জামদানির কারুকার্য দেখে মুগ্ধ হতেই হয়।