মিরপুরে কুখ্যাত ডাকাত শাহাবুদ্দিন ও মাসুদ রানা গ্রেফতার!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মে ২০২৫ ০১:০৮ অপরাহ্ণ   |   ১০৪ বার পঠিত
মিরপুরে কুখ্যাত ডাকাত শাহাবুদ্দিন ও মাসুদ রানা গ্রেফতার!

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-

 

মিরপুরে একাধিক মামলা ও হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত কুখ্যাত ডাকাত শাহাবুদ্দিন ওরপে শাবু ও মাসুদ রানা ওরফে বৌচা কে গ্রেফতার করেছে পুলিশ। 

 


 

বুধবার মিরপুর মডেল থানা পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে এই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে।
 

গ্রেফতারের সময় ৭ টি দেশীয় অস্ত্র, ৯ টি মোবাইল ও ৩ টি শর্টগানের বুলেট উদ্ধার করেছে পুলিশ। 
 

জানাযায় দীর্ঘদিন ধরে রাজধানী মিরপুরের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনায় তারা জড়িত। 
 

সম্প্রতি কল্যাণপুর এলাকায় বাবুল নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে কোপায় শাবু,বৌচা ও প্রিন্সি নামের কুখ্যাত ডাকাতরা। সেই অভিযোগেরই রেস ধরে পুলিশ তাদেরকে আটক করে। এছাড়াও তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। 


এদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানায় - চুরি ছিনতাই ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করছে পুলিশ। এছাড়াও এই ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 

এ সময় অভিযানটি মিরপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমনের নির্দেশে পরিচালনা করেন এসআই মামুন মিয়া,তরিকুল ইসলাম,উৎপল ও এএসআই আসমাউল,মাহাফুজ,রুহুল আমিন।