রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে হাইকোর্ট বিভাগে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের পর সকল বিচারকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই ঘোষণা দেন। তিনি বলেন, “জাতীয় এই শোকের মুহূর্তে বিচার বিভাগেরও উচিত যথাযথ সম্মান ও সহমর্মিতা প্রকাশ করা।”
এর এক দিন আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আহত হয়েছেন আরও অন্তত ৭৮ জন, এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।