জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জের ওসমান পরিবারের অন্যতম সহচর সেলিম ওসমানকে স্বর্ণের নৌকা উপহার দেওয়া এবং একাধিক হত্যা মামলায় অভিযুক্ত নওশাদ আলী মেম্বার ও তার সন্ত্রাসী পাঁচ ভাইয়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার চেয়ে ভুক্তভোগী ও এলাকার সচেতন জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন।
বিভিন্ন অভিযোগ থেকে জানা গেছে, নওশাদ আলী মেম্বার এবং তার পাঁচ ভাই নারায়ণগঞ্জ সদর থানার আলিফটেগ ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। তাঁরা বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপে জড়িত, যার মধ্যে ভূমিদস্যুতা, চাঁদাবাজি, লুটপাট, হত্যা এবং আরও নানা অপরাধ রয়েছে। এই কার্যকলাপের মাধ্যমে তাঁরা শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁদের অবৈধ সম্পদ ক্রোক করার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, নওশাদ আলী ও তার পরিবার আওয়ামী লীগের সরকারে সখ্যতা গড়ে তুলেছিলেন এবং ওসমান পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন। সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে স্বর্ণের নৌকা উপহার দেয়ার পাশাপাশি, নওশাদ আলী তার ভাইদের মাধ্যমে এলাকার বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। মাদক ব্যবসা, জমি দখল, ইটভাটায় অবৈধ মাটি কাটা, এসব সহ বিভিন্ন অপরাধে তাঁরা যুক্ত ছিলেন।
এক সময়ের গরিব পরিবারের সন্তান নওশাদ আলী আওয়ামী লীগ সরকারের আমলে ওসমান পরিবারের হাত ধরে যুবলীগ নেতা হয়ে উঠেছিলেন এবং এরপর আর কখনও পিছনে তাকাতে হয়নি। অল্প সময়ের মধ্যে তিনি ও তার পরিবার শত শত কোটি টাকার মালিক হয়ে ওঠেন।
এলাকায় এক বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন নওশাদ আলী এবং তার পাঁচ ভাই। ৫ই আগস্টের আগে, যখন ছাত্র জনতা সরকারের পতনের জন্য সোচ্চার হয়, তখন নওশাদ আলী ও তার ভাইরা অবৈধ অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপর গুলি চালায়। এ ঘটনার দৃশ্য পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পরও, হত্যা মামলার পরও, নওশাদ আলী ও তার সন্ত্রাসী বাহিনী এখনো ধরা পড়েনি।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা দাবি করেছেন, নওশাদ আলী ও তার সন্ত্রাসী ভাইদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাঁরা সরকারের কাছে আশা প্রকাশ করেছেন, যাতে সরকার ও প্রশাসন এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।