ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানিয়েছেন, ভারত অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বিকেল ৪টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। পরে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব।"
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, "বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমুখী এবং একটি ঘটনা একে বাধাগ্রস্ত করবে না। আমরা দুই দেশের মানুষের মধ্যে সংযোগ বাড়াতে আগ্রহী।"
এদিকে, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় ঢাকায় ভারতের হাইকমিশনারকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করে বিবৃতি দিয়েছে এবং জানিয়েছে, কূটনৈতিক বা কনস্যুলার সম্পত্তি কখনো লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। ত্রিপুরায় হামলার ঘটনায় মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি পূর্বপরিকল্পিত এবং কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে।
অন্যদিকে, গুলশানে ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোন সংগঠন বা জনতার কমিশন ঘেরাও কর্মসূচি না এলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, ভারতের আগরতলায় গত সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হামলা চালানো হয়। এই হামলার পেছনে হিন্দুত্ববাদী সংগঠন 'হিন্দু সংঘর্ষ সমিতি'সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা ছিল, যারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এই হামলা চালিয়েছে।