বন্দরে মোয়াজ্জেম হোসেন কালু স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৪ ০১:০৬ পূর্বাহ্ণ ০ বার পঠিত
বন্দরে মোয়াজ্জেম হোসেন কালু স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা প্রেস

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

নারায়ণগঞ্জ বন্দর থানাধীন নাসিক ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া চৌরাস্তা সংলগ্ন চাঁপাতলী খেলার মাঠে (২৭ ডিসেম্বর) শুক্রবার রাত ৮টায় ৪র্থ বার্ষিক মোয়াজ্জেম হোসেন কালু স্মৃতি ডে-নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সম্পন্ন হয়েছে এবং উদ্বোধনী খেলায় রানা স্পোর্টিং ক্লাব ও নারায়ণগঞ্জ কিংস পরস্পরের মুখোমুখি হয়েছে। 

 

এ টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সুযোগ্য পুত্র ও মুছাপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান শুভ। 

 

এসময় এক বক্তব্যে তিনি বলেন, 'এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এ আয়োজন বড় পরিসরে হউক সর্বোপরি এ টুর্নামেন্টের সুনাম সমগ্র নারায়ণগঞ্জ জেলায় ছড়িয়ে পড়ুক। আপনারা সুশৃঙ্খল খেলা উপহার দিয়ে সবাইকে আনন্দ দিবেন, আমি সে প্রত্যাশা করছি'। 

 

বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে, গাজী নজরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ও বিশিষ্ট ধারাভাষ্যকার মিলন বাবুর সঞ্চালনায় ধামগড় ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম ও ২৭নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ খোকন উপস্থিত ছিলেন। এসময় উক্ত খেলা উপভোগে নাসিক ২৭নং ওয়ার্ড ও ধামগড় ইউনিয়ন সহ নিকটস্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও হাজারো দর্শক উপস্থিত ছিলেন এবং সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করেছেন। 

 

যেখানে সাবেক ফুটবলার আব্দুল কাইয়ুম রেফারির দায়িত্ব পালন করেছেন। সম্রাট, রবিন, ডেনি, রকি, অপু, প্রণয়, মহন, হৃদয়, নজরুল ও স্বপনের আয়োজনে উক্ত টুর্নামেন্ট পরিচালিত হবে বলে জানা গেছে।