রাষ্ট্রপতির আহ্বান: বন্যা কবলিতদের পাশে দাঁড়ান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ আগu ২০২৪ ০১:১৬ অপরাহ্ণ   |   ৬০৫ বার পঠিত
রাষ্ট্রপতির আহ্বান: বন্যা কবলিতদের পাশে দাঁড়ান

ঢাকা প্রেস নিউজ


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার বঙ্গভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এ ক্ষেত্রে সহযোগিতা করছে।

 

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি অটুট রেখে দেশকে এগিয়ে নিতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।