অনলাইন ডেস্ক:-
কানাডার স্থানীয় সময় মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। কানাডা প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে, মার্কিন পণ্যের ওপর কানাডার নতুন শুল্ক আরোপের প্রতিবাদে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৩০ বিলিয়ন ডলার মূল্যমানের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে, তিনি মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে একটি বাণিজ্য যুদ্ধ শুরু করেছে।
প্রধানমন্ত্রী ট্রুডো ইতোমধ্যেই কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক শুল্ক আরোপের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে "বাণিজ্য যুদ্ধ" হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেন, এর ফলস্বরূপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকান পরিবারগুলো।
ট্রুডো বলেন, কানাডিয়ানরা ন্যায্য এবং ভদ্র, তবে যখন দেশের স্বার্থ বিপন্ন হবে, তখন তারা লড়াই থেকে পিছু হটবে না।
মঙ্গলবার পার্লামেন্ট হিলে এক বক্তৃতায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং এটিকে 'অত্যন্ত বোকা' সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন। ট্রুডো যুক্তি দেন, কানাডার মতো ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারের ওপর শুল্ক আরোপের সময়, ট্রাম্পের ভ্লাদিমির পুতিনের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। পুতিনকে তিনি অতীতে খুনি ও স্বৈরশাসক বলে অভিহিত করেছিলেন।
ট্রুডো আরো বলেন, "আজ যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে, যেহেতু কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার এবং বন্ধু।"
এদিকে, বাণিজ্য যুদ্ধের শুরুতেই কানাডার বিভিন্ন প্রদেশের নাগরিকরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। কানাডিয়ানরা দাবি করেছেন, এটি একটি অবিচার এবং এতে শুধু কানাডিয়ানরা নয়, বরং যুক্তরাষ্ট্রের নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে উভয় দেশই অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে।