৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১

প্রকাশকালঃ ১৩ মার্চ ২০২৩ ০৫:৩৭ অপরাহ্ণ ৩৮২ বার পঠিত
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১

৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ রোববার প্রথম পর্বে বাংলাদেশ বিষয়াবলির মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. বাংলাদেশের একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি প্রদানকারী মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
ক. দ্য লেমকিন ইনস্টিটিউট
খ. দ্য হিউম্যান রাইটস ইনস্টিটিউট
গ. দ্য জেনোসাইড ইনস্টিটিউট
ঘ. দ্য ফেডারেল ইনস্টিটিউট

২. বাংলাদেশ থেকে ‘জমিদারি প্রথা’ উচ্ছেদ হয় কত সালে?
ক. ১৯৫৬
খ. ১৯৫৩
গ. ১৯৫৪
ঘ. ১৯৫০

৩. কে মুজিবনগর সরকারের ‘ক্যাবিনেট সচিব’ ছিলেন?
ক. এইচ টি ইমাম
খ. খন্দকার আসাদুজ্জামান
গ. আবু সাঈদ চৌধুরী
ঘ. লুৎফর রহমান

৪. নিচের কোনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের অন্তর্ভুক্ত?
ক. স্মার্ট বাংলাদেশ
খ. সবার জন্য বিদ্যুৎ
গ. ত্রাণ ও পুনর্বাসন
ঘ. নিরাপদ খাদ্য

৫. ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ পালিত হয় কবে?
ক. ২১ জুলাই
খ. ২৩ জুলাই
গ. ২৫ জুলাই
ঘ. ২৭ জুলাই

৬. বাংলাদেশের কৃষিতে ‘ক্ষীরশাপাতি’ কোন ফসলের উন্নত জাত?
ক. ধান
খ. তুলা
গ. ভুট্টা
ঘ. আম

৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, বর্তমানে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার করা হয় কতটি পণ্যের মোড়কীকরণে?
ক. ১৭টি
খ. ১৯টি
গ. ২১টি
ঘ. ২৩টি

৮. ‘শিল্প পুলিশ’ গঠিত হয় কত সালে?
ক. ২০০৯
খ. ২০১০
গ. ২০১১
ঘ. ২০১২

৯. বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন?
ক. নাজমুন আরা সুলতানা
খ. মেহের আফরোজ
গ. কবিতা খানম
ঘ. ড. শিরীন শারমিন চৌধুরী

১০. বাংলা সালের কতটি মাস ৩১ দিনে?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৫টি
ঘ. ৯টি

১১. ‘গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ’–সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
ক. ৪৭ (৩)
খ. ৪৭ক
গ. ৪৭(২)
ঘ. ৭৪

১২. বাংলা একাডেমি থেকে ২০২০ সালে প্রকাশিত ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. ড. আকবর আলী খান
গ. আবুল মনসুর আহমেদ
ঘ. রেহমান সোবহান

১৩. শাসন বিভাগের প্রকৃত নির্বাহী কে?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. হুইপ

১৪. PBI (Police Bureau of Investigation) যাত্রা শুরু করে কত সালে?
ক. ২০১২ সালে
খ. ২০১৫ সালে
গ. ২০১৬ সালে
ঘ. ২০১৮ সালে

১৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা-কর্মচারীদের সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ কোন পদক প্রদান করা হয়?
ক. জনপ্রশাসন পদক
খ. উত্তরণ পদক
গ. শুদ্ধাচার পদক
ঘ. বঙ্গবন্ধু পদক

১৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের বক্তা কে ছিলেন?
ক. কৈলাস সত্যার্থী
খ. ড. জ্যাঁ তিরোল
গ. কাজুও ইশিগুরো
ঘ. আবদুলরাজাক গুরনাহ

১৭. ‘শোনো একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রণি’—এই গানটির গীতিকার কে?
ক. মোহাম্মদ মনিরুজ্জামান
খ. গাজী মাজহারুল আনোয়ার
গ. গৌরীপ্রসন্ন মজুমদার
ঘ. আবু হেনা মোস্তফা কামাল

১৮. জাতীয় পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. বাণিজ্য
খ. শিল্প
গ. অর্থ
ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি

১৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত?
ক. ২৫ বছর
খ. ৩৫ বছর
গ. ৪০ বছর
ঘ. ৪৫ বছর

২০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৩ অনুচ্ছেদ মতে, কার সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না?
ক. সংসদের
খ. রাষ্ট্রপতির
গ. প্রধানমন্ত্রীর
ঘ. মন্ত্রিসভা

২১. BSTI (Bangladesh Standards and Testing Institution) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. অর্থ
খ. বাণিজ্য
গ. শিল্প
ঘ. খাদ্য

২২. ঢাকার কোথায় আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়?
ক. বলধা গার্ডেন
খ. রোজ গার্ডেন
গ. বোটানিক্যাল গার্ডেন
ঘ. রয়্যাল বোটানিক গার্ডেন

২৩. বর্তমানে বাংলাদেশে সরকারি টিভি চ্যানেলের সংখ্যা কতটি?
ক. ৩টি
খ. ৪টি
গ. ২টি
ঘ. ৫টি

২৪. কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম প্রথম কত সালে চালু হয়?
ক. ১৯৯১
খ. ২০২০
গ. ১৯৯৭
ঘ. ১৯৯৮

২৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সপ্তদশ সংশোধনীতে কত নং অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছে?
ক. ৬৫(১)
খ. ৬৫(২)
গ. ৬৫(৩)
ঘ. ৬৬

২৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪(১) অনুচ্ছেদ মতে, প্রজাতন্ত্রের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’র প্রথম কত চরণ নেওয়া হয়?
ক. চার
খ. ছয়
গ. দশ
ঘ. সাত

২৭. ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে কোন তারিখ?
ক. ১ মার্চ
খ. ৭ মার্চ
গ. ২১ মার্চ
ঘ. ১৭ মার্চ

২৮. Bangladesh Institute of Development Studies (BIDS)-এর কার্যালয় কোথায় অবস্থিত?
ক. আগারগাঁও
খ. সেগুনবাগিচা
গ. মিরপুর
ঘ. ফার্মগেট

২৯. গণপ্রতিনিধিত্ব আদেশ [Representation of the People's Order (RPO)] প্রথম কত সালে জারি করা হয়?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ২০২২
ঘ. ২০২৩

৩০. ‘জাতীয় চা দিবস’ পালিত হয় কবে?
ক. ২৩ মার্চ
খ. ৭ এপ্রিল
গ. ৪ জুন
ঘ. ২২ জুলাই

মডেল টেস্ট-১ (বাংলাদেশ বিষয়াবলি)-এর উত্তর
১. ক ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. গ ১০. খ
১১. ক ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ক
২১. গ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. গ ২৭. খ ২৮. ক ২৯. খ ৩০. গ