কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার নেই ঢাকার সিনেমা

প্রকাশকালঃ ৩০ নভেম্বর ২০২৪ ০৭:০০ অপরাহ্ণ ০ বার পঠিত
কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার নেই ঢাকার সিনেমা

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-

 

আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবে দেখানো হবে ১৮০টি সিনেমা। তবে দুঃখজনকভাবে, এইবার বাংলাদেশের কোনো সিনেমা প্রদর্শিত হচ্ছে না। উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ জানিয়েছেন, রাজনৈতিক পরিস্থিতি এবং ভিসা জটিলতার কারণে এ বছর ঢাকাই সিনেমা প্রদর্শনের সুযোগ হয়নি।
 

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতম ঘোষ বলেন, "গত বছরের তুলনায় এবারের পরিস্থিতি ভিন্ন। ভিসা সংক্রান্ত জটিলতা তো আছেই, পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রভাবও পড়েছে। এ কারণে বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।"

 

শুধু সিনেমাই নয়, উৎসবের বিভিন্ন সেশন ও কর্মশালায় বাংলাদেশি অতিথিদেরও দেখা যাবে না। সাধারণত প্রতিবছর এই উৎসবের জন্য সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। এরই মধ্যে কলকাতার নন্দন চত্বর এবং আশপাশের এলাকাগুলো উৎসবের জন্য সেজে উঠেছে। এবারের উৎসবের মূল স্লোগান, ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’।

 

বাংলাদেশ দীর্ঘদিন ধরে কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিয়ে আসছে। ২০২২ সালে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়। এর আগে ২৬তম কেআইএফএফ-এ রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’ এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল। সর্বশেষ গত বছর বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছিল।

 

এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৩০ বছরে পদার্পণ করছে। এই বিশেষ উপলক্ষে আয়োজন আরও জাঁকজমকপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। এবারের উৎসবে প্রদর্শিত সিনেমাগুলোর তালিকা এবং থিমেও অভিনবত্ব আনার চেষ্টা করা হয়েছে।
 

থিম সংয়ের ভাবনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গত বছর থিম সং পরিবেশন করেছিলেন অরিজিৎ সিং।

 

৪ ডিসেম্বর ধনধান্য প্রেক্ষাগৃহে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে তপন সিনহার কালজয়ী ছবি ‘গল্প হলেও সত্যি’