 
                            
ঢাকা প্রেস নিউজ
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে কিংবা কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হতে পারে না। ছাত্রশিবির তাদের একটি লেখার মাধ্যমে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়।
 
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সেমিনার হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
রিজভী বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। এটিকে ছোট করে কিংবা অবজ্ঞা করে কোনো রাজনৈতিক আদর্শ টিকে থাকতে পারে না। আমরা চাই, সব চেতনাকে ঐক্যবদ্ধ করে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে।”
 
তিনি আরও বলেন, “গত দেড় দশকে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সমন্বয়ে দেশে এক ধরনের গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। এখন তিনি পাশের দেশ থেকে কর্মসূচির ঘোষণা দিচ্ছেন। যারা জেলে বন্দি, তাদের মধ্যে একজন দরবেশ (সালমান এফ রহমান) কারাগার থেকেই নানা মন্তব্য করছেন, যা সত্যিই বিস্ময়কর।”
 
বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, “আমি জানি না, তারা কীভাবে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে? কীভাবে তারা কারাগার থেকে এ ধরনের বক্তব্য দিচ্ছে? নিশ্চয়ই তাদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যা অন্যদের জন্য দুঃখজনক।”
 
এ সময় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, “আমাদের নেতাকর্মীদের কারাগারে মাদকসেবী ও ফাঁসির আসামিদের সঙ্গে রাখা হয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে।”
 
তিনি আরও বলেন, “শেখ হাসিনার নির্দেশেই গুম ও খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তিনি এসব অপকর্মের পৃষ্ঠপোষকতা করেছেন।”
 
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, “সরকার সংস্কারের কথা বলছে, এটি ভালো দিক। কিন্তু সংস্কারের নামে সময়ক্ষেপণ করা যাবে না। এমন সংস্কার আনতে হবে, যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে না ওঠে এবং মানুষ ন্যায়বিচার পায়। আমরা এমন সংস্কার চাই, যা ফ্যাসিবাদকে চিরতরে কবর দেবে, অন্যথায় জনগণ তা মেনে নেবে না।”
 
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।
 
সংগঠনের সভাপতি ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব প্রকৌশলী একেএম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী আব্দুল হালিম মিয়া, সহসভাপতি প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম (সিআইপি), আইইবি ঢাকা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুব আলম, এ্যাব নেতা প্রকৌশলী আবদুস সালাম, প্রকৌশলী গোলাম মাওলা, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, প্রকৌশলী শাহাদাত হোসেন বিপ্লব, প্রকৌশলী রুহুল আলম, প্রকৌশলী মোতাহার হোসেন, প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয় প্রমুখ।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                         
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        