পুলিশি অভিযানে গুলি ছুড়ে পালালেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ

প্রকাশকালঃ ০৫ ডিসেম্বর ২০২৪ ০৪:১৪ অপরাহ্ণ ০ বার পঠিত
পুলিশি অভিযানে গুলি ছুড়ে পালালেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ

ঢাকা প্রেস,ষ্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় পুলিশের অভিযানের সময় গুলি ছুড়ে পালিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। এ ঘটনায় দুজন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।


বুধবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে অক্সিজেন মোড়ের জালালাবাদ পেট্রোল পাম্পের পেছনে সাততলা ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। পুলিশি অভিযানের সময় সাজ্জাদ বাসার ভেতর থেকে গুলি ছুড়তে থাকেন। গোলাগুলির একপর্যায়ে তিনি পাশের ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যান।
 

গুলিবিদ্ধরা হলেন কাজল কান্তি দে (৩৬) ও মো. জাবেদ (৩৪)। আহত কাজল সিটি ব্যাংকের অক্সিজেন মোড় শাখার এটিএম বুথের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা পুলিশের সদস্য নন।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) রইস উদ্দিন বলেন, “গ্রেপ্তার অভিযানের সময় সন্ত্রাসী সাজ্জাদ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সাধারণ মানুষ গুলিবিদ্ধ হন। সাজ্জাদ পরে বাড়ির ছাদে উঠে পাশের ভবনে চলে যান। পালানোর সময় তিনি সিকিউরিটি গার্ড কাজলকে গুলি করে।”
 

পুলিশ ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করেছে, যিনি নিজেকে সাজ্জাদের স্ত্রী বলে দাবি করেছেন। তবে পুলিশ এ দাবির সত্যতা যাচাই করছে।


ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। সর্বশেষ, গত ২১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও থানার শমশের পাড়ায় প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামের এক যুবককে হত্যা করেন সাজ্জাদ। এ ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
 

এই ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সাজ্জাদকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।