ঢাকা প্রেস
ষ্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রামে একটি পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন করা নিয়ে উদ্ভূত বিতর্কের মধ্যে, গ্রেপ্তার দুজনকে জামিন মঞ্জুর করেছেন আদালত।
গত ১০ অক্টোবর, চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে একটি ইসলামি সংগীত দল গান পরিবেশন করে। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এরপর এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তবে মঙ্গলবার (১৫ অক্টোবর), চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত দুই আসামিকে জামিন মঞ্জুর করেন। আসামিরা হলেন নগরের তানজীমুল উম্মাহ মাদরাসার শিক্ষক শহীদুল করিম (৪২) এবং দারুল ইফরান একাডেমির শিক্ষক মো. নুরুল ইসলাম (৩৪)।
আসামিপক্ষের আইনজীবী শামসুল আলম জানান, জেএম সেন হলের মণ্ডপে ইসলামিক গান পরিবেশন করার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার শহীদুল করিম ও মো. নুরুল ইসলামের গত ১২ অক্টোবর জামিন আবেদন করা হয়। জামিন শুনানি শেষে ১ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত।