নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশে বাধা, বিক্ষোভ ও হট্টগোল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪১ অপরাহ্ণ   |   ৯৮ বার পঠিত
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশে বাধা, বিক্ষোভ ও হট্টগোল

ঢাকা প্রেস নিউজ:-

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান বাধার মুখে পড়ে। পদবঞ্চিতদের প্রতিবাদ ও হট্টগোলে অনুষ্ঠানের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
 

বুধবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের কথা থাকলেও দেরি হয়। চারটার দিকে উত্তরা থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা ‘প্রাইভেট-প্রাইভেট, বৈষম্য মানি না’, ‘ঢাবির কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, সিন্ডিকেটের কমিটি মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
 

এদিকে, নতুন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও পাল্টা ‘শিক্ষা ঐক্য মুক্তি’ স্লোগান দিয়ে তাদের অবস্থান জানান দেন। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।