ঢাকা প্রস,স্পোর্টস ডেস্ক:-
শিরোপার স্বপ্ন নিয়ে এবারের আবুধাবি টি-টেন লিগে সাকিব আল হাসান ও রশিদ খানের মতো তারকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছিল বাংলা টাইগার্স। কিন্তু প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে তারা। সেমিফাইনালে জায়গা করে নেওয়াও সম্ভব হয়নি সাকিবদের।
প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর টানা দুই জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল দলটি। তবে শেষ তিন ম্যাচে টানা হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। শেষ ম্যাচে ইউপি নাওয়াবসের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হার দেখে বাংলা টাইগার্স।
শেষ ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স
শনিবার (৩০ নভেম্বর) আগে ব্যাট করে মাত্র ৮৮ রানের লক্ষ্য দিতে পেরেছিল বাংলা টাইগার্স। নাওয়াবস ১২ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয়।
জবাব দিতে নেমে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন রাহমানুল্লাহ গুরবাজ। তবে অন্য প্রান্ত থেকে আভিষ্কা ফার্নান্দো আক্রমণাত্মক ব্যাটিং করেন। ১৬ বলে ৩৬ রান করার পর তিনি আউট হন। এরপর আন্দ্রে ফ্লেচার ১৯ বলে ২৭ রান করে বিদায় নিলেও নাজিবুল্লাহ জাদরানের ৫ বলে অপরাজিত ১৯ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে নাওয়াবস।
মিলসের এক ওভারেই ভেঙে পড়ে টাইগার্সের ইনিংস
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন বাংলা টাইগার্সের দুই ওপেনার হজরাতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ। তাদের ব্যাট থেকে আসে ৪৪ রান। তবে ষষ্ঠ ওভারে ইংলিশ পেসার টাইমাল মিলসের এক ঝড়ে বিপর্যয়ে পড়ে দলটি।
মিলস এক ওভারে জাজাই (২৪), লিভিংস্টোন (০) ও দাসুন শানাকাকে বিদায় করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পরে ইফতেখার আহমেদের ১৫ বলে ২৭ রানের ছোট ইনিংস এবং শেহজাদের অপরাজিত ২৩ রানে ভর করে টাইগার্স ৮৭ রানের পুঁজি দাঁড় করায়।
তবে সেই সংগ্রহ যথেষ্ট ছিল না, আর ব্যর্থতার বৃত্তে আবদ্ধ থেকেই টুর্নামেন্ট শেষ করল বাংলা টাইগার্স।