উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নির্মম হত্যাকান্ডের শিকার একই পরিবারের তিন সদস্য

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ অক্টোবর ২০২৪ ০৩:২৮ অপরাহ্ণ   |   ১২৭১ বার পঠিত
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নির্মম হত্যাকান্ডের শিকার একই পরিবারের তিন সদস্য

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

কক্সবাজারের উখিয়া উপজেলার লাল পাহাড় সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে গত সোমবার ভোরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাত সন্ত্রাসীরা একটি পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করে।
 

নিহতরা হলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ (এক্স) ব্লক: ১০৪-এ বসবাসরত আহম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) এবং মেয়ে আসমা বেগম (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই কারণেই প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে।
 

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন জানান, সোমবার ভোর ৫টার দিকে ক্যাম্প-২০ (এক্স), ব্লক-এস-৪, বি-৬ ব্লকে ঢুকে একদল সন্ত্রাসী এই হত্যাকাণ্ড চালায়। নিহতরা তাদের বাড়ি থেকে ক্যাম্প-২০-এ অস্থায়ীভাবে শেড তৈরি করে বাস করতেন। গুলিবিদ্ধ অবস্থায় আহত আসমাকে ক্যাম্পের হাসপাতালে নেওয়া হলেও পথিমধ্যে তার মৃত্যু হয়।
 

এ ঘটনায় এপিবিএন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।