বান্দরবানে মডেল মসজিদ নির্মাণ: ধর্ম উপদেষ্টার আশ্বাস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ অক্টোবর ২০২৪ ০২:২৭ অপরাহ্ণ   |   ৫০৪ বার পঠিত
বান্দরবানে মডেল মসজিদ নির্মাণ: ধর্ম উপদেষ্টার আশ্বাস

বান্দরবান প্রতিনিধি:-

 

অদূর ভবিষ্যতে বান্দরবানে একটি আধুনিক মডেল মসজিদ নির্মিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
 

রোববার (২০ অক্টোবর), বান্দরবান সফরকালে তিনি জেলা সদরের স্টেডিয়াম এলাকা, নিউগুলশান এলাকা, মেঘলা এলাকাসহ বিভিন্ন স্থানে প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। মসজিদ নির্মাণের জন্য এই জমিগুলো বিবেচনা করা হচ্ছে।
 

এর আগে, বান্দরবান সার্কিট হাউসে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
 

ধর্ম উপদেষ্টার সঙ্গে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমানসহ বান্দরবানের জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।