কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০২ অপরাহ্ণ   |   ১১৫ বার পঠিত
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি:-

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও কুমারখালী কমিটির আট নেতা বহিষ্কার এবং পাঁচজনকে শোকজ করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের পর, গতকাল মঙ্গলবার রাতে জেলা শাখার এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 

বহিষ্কৃত নেতারা হলেন:

  • কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান হিমু
  • সদস্য ইমরান খান রানা
  • কুমারখালী উপজেলা শাখার সংগঠক আতিকুল হাসান আসিফ
  • যুগ্ম সদস্যসচিব সাকিব হাসান সাব্বির
  • সদস্য রায়হান হোসেন, আপন, রাজু আহমেদ, রাতুল রায়হান
     

শোকজ প্রাপ্ত নেতারা হলেন:

  • কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান
  • সদস্য সাগর উদ্দিন, আমির হামজা
  • কুমারখালী উপজেলা শাখার সদস্যসচিব আসাদুজ্জামান খান আলী
  • যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন
     

তাদের তিন দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
 

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, "সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় আটজনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচজনকে শোকজ করা হয়েছে।"