মাদক ব্যবসায়ী ২জন ৭৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৫ ০৩:১৬ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
মাদক ব্যবসায়ী ২জন ৭৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিলংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি  নেতৃত্বে গৌরীপুর থানাধীন কলতাপাড়া বাজার হতে ১৬জুলাই রাতে মাদক ব্যবসায়ী ১/ মোঃ আজিজুল মিয়া(২২), পিতাঃ মোঃ হানিফ মিয়া, মাতাঃ মোছাঃ আয়েশা, সাং- কৃষ্টপুর নিউ কলোনী,  থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ ২/ মোজাম্মেল হক(২৫), পিতাঃ রাসেল মিয়া, মাতাঃ মিনারা খাতুন, সাং- উজান কাশিয়ার চর, থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহদ্বয়কে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক  আজগর আলী  বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।