বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ বশিরউদ্দীন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৫ ০৭:৩১ অপরাহ্ণ   |   ১০৪ বার পঠিত
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ বশিরউদ্দীন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অতিরিক্তভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
 

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে প্রধান উপদেষ্টা পরিচালনা করে আসছিলেন।
 

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, শেখ বশিরউদ্দীন এখন থেকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন। অপরদিকে, প্রধান উপদেষ্টার অধীনে থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।