ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর), সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট এই পরোয়ানা জারি করে। তদন্তের দায়িত্বে থাকা উচ্চ-পদস্থ কর্মকর্তাদের জন্য গঠিত দ্য করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর হাই-র্যাঙ্কিং অফিসিয়ালস (সিআইও) নিশ্চিত করেছে, সামরিক আইন জারির ঘটনায় তদন্তকারীদের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির সাংবিধানিক ইতিহাসে এই প্রথমবার কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।
উল্লেখ্য, ৩ ডিসেম্বর ইউন সামরিক আইন জারি করেছিলেন, তবে জনগণের তীব্র প্রতিক্রিয়ার মুখে মাত্র ছয় ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করতে বাধ্য হন। এর পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হয়ে তাকে বরখাস্ত করা হয়।