রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১২:২১ অপরাহ্ণ   |   ৯৭ বার পঠিত
রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বিএনএস সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হাউজ বিল্ডিং হয়ে জসিমউদ্দীন এভিনিউ ঘুরে রাজলক্ষ্মী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
 

‘জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।
 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে দলটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মিছিল করছে বলে দাবি তাদের। বক্তারা এসব কার্যক্রমকে ‘অপতৎপরতা’ হিসেবে আখ্যা দিয়ে তা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
 

বক্তারা আরও বলেন, অবিলম্বে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং আজ উত্তরায় দলটির ব্যানারে যারা মিছিল করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের উর্বর ভূমি’ উত্তরায় কোনো গণবিরোধী শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।