জনগণের নিরাপত্তার স্বার্থে ডিএমপি কমিশনারের উদ্যোগে রাজধানীতে অক্সিলারি পুলিশ ফোর্স মোতায়েন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৫ ০১:০৮ অপরাহ্ণ   |   ১২৩ বার পঠিত
জনগণের নিরাপত্তার স্বার্থে ডিএমপি কমিশনারের উদ্যোগে রাজধানীতে অক্সিলারি পুলিশ ফোর্স মোতায়েন

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-



রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন শপিংমল ও আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিতে  পুলিশ কমিশনার, ডিএমপি এর নির্দেশে জনাব মোঃ মাকসুদের রহমান, উপ পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মিরপুরস্থ বিশেষ বিশেষ স্থানে বেসরকারি নিরাপত্তা কর্মীদের ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ (সহায়ক) হিসেবে নিয়োগ প্রদান করেন। ডিএমপি'র পুলিশ কমিশনার এবং মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী মিরপুর মডেল থানা এলাকায় নিয়োগপ্রাপ্ত সহায়ক পুলিশদের  পরিচয়পত্র প্রদান করে দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে তা পালনের দিক নির্দেশনা প্রদান করেন  জনাব মোঃ সাজ্জাদ রোমন (অফিসার ইনচার্জ) মিরপুর মডেল থানা।


১০ মার্চ (সোমবার) মিরপুর মডেল থানাস্ত মিরপুর শপিং সেন্টার ও কল্যানপুর মিজান টাওয়ার এ মোঃ ইউনুস মিয়া ও মোঃ রুহুল আমিন নামে দুইজন (সিকিউরিটি ইনচার্জ) প্রাথমিকভাবে অক্সিলারি পুলিশ ফোর্সে সংযুক্ত হন ও তাদের পরিচয় পত্র হস্তান্তর করেন ওসি মিরপুর মডেল থানা।

 

বিগত ৮ মার্চ ২০২৫  এক সংবাদ সম্মেলনে অক্সিলারি পুলিশ ফোর্স (সহায়ক) নিয়োগের সিদ্ধান্ত জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।


তিনি বলেন, ‘রমজান ও ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীর মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। তবে আমাদের পুলিশের স্বল্পতা রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। 

 

পুলিশের অক্সিলারি ফোর্স কী, তারা কীভাবে কাজ করবেন– এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স-১৯৭৬ ধারা অনুযায়ী ডিএমপি কমিশনার যদি মনে করেন, যেকোনেও ব্যক্তিকে সহযোগী পুলিশ হিসেবে নিয়োগ দিতে পারেন। মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী এই সহযোগী পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে।
 

তিনি বলেন, ‘অক্সিলারি ফোর্স বলতে বোঝায়, পুরো ফোর্স না, তবে আধা সরকারি ফোর্স, পুলিশকে সহযোগিতার জন্য এ ধরনের ফোর্স ব্যবহার করার বিষয়টি পুলিশ আইনেই আছে। অল্প সময়ের জন্য এ ধরনের সহযোগী ফোর্স ব্যবহার করার নজির আছে। এটা খরচও যেমন বাঁচায়, তেমনই আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকরীও। আমাদের বিদ্যমান আইনে স্পেশাল পুলিশ ব্যবহার করা যায়। পুলিশ নিজের কাজের সুবিধার জন্য এটি ব্যবহার করে থাকে।’
 

এরই ধারাবাহিকতায় মিরপুরের বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা সহ অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের মাধ্যমে জন নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে মোঃ মাকসুদের রহমান উপ কমিশনার মিরপুর জোন, এছাড়াও কিছু নির্দিষ্ট স্থানে- হোপের গলি, মিরপুর শপিং মল, সনি সিনেমা হল, কল্যাণপুর বাস স্ট্যান্ড, বারেক মোল্লা মোড় এ পুলিশ ফোর্স কার্যক্রম পরিচালনা করছে পাশাপাশি তাদের সহায়ক হিসেবে কাজ করবেন অক্সিলারি পুলিশ ফোর্স। 
 

তাদের হাতে একটি ব্যান্ড থাকবে। লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা। আইন অনুযায়ী তিনি দায়িত্ব পালন ও গ্রেফতারের ক্ষমতা পাবেন। তবে এই ফোর্স পুলিশের মতো বেশকিছু কাজ করতে পারলেও তারা কোনেও ধরনের ইনভেস্টিগেশন বা তদন্ত পরিচালনা করতে পারে না।’ পুলিশ অফিসাররা আইনগতভাবে যে প্রটেকশন পেতেন, এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও প্রটেকশন পাবেন।’