ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৫ ০৩:৩১ অপরাহ্ণ   |   ১৩৯ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত:  আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

ঢাকা প্রেস নিউজ


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

 

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এগুলো এড়ানোর জন্য আমরা আরও বেশি উদ্যোগ নেয়ার চেষ্টা করব।"
 

তিনি আরও বলেন, "যে পদক্ষেপে এই পরিস্থিতি সমাধান করা সম্ভব, সে পদক্ষেপ গ্রহণ করতে আমরা চেষ্টা করব।"
 

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগ করতে ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারও দাবি করেছেন।