গাজীপুরের টঙ্গীতে গত রোববার (৩ নভেম্বর) গভীর রাতে যৌথ বাহিনীর এক বিস্তৃত অভিযান চালানো হয়। এই অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে গ্রেপ্তার করা হয় এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরাণিটেক বস্তিতে চালানো এই অভিযানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে প্রায় ৫০০ জন সদস্য অংশগ্রহণ করেন। অভিযানের সময় বস্তির বিভিন্ন ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র এবং প্রায় ২২ লাখ টাকা নগদ উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।
মূলত এই অভিযানের ফলে:
এই অভিযান মাদকবিরোধী লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।